
শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই দিন ব্যপি খামারী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাসচাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় দুই দিন ব্যপি খামারী প্রশিক্ষণ সমাপনী হয়।
প্রশিক্ষণে উন্নত জাতের ঘাসচাষ কৌশল, সবুজ ঘাস সংরক্ষণ পদ্ধতি এবং গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শাহাদৎ হোসেন ও ভেটেরিনারি সার্জন ডাঃ আবু ফেরদৌস। উক্ত প্রশিক্ষণে উপজেলার ২৫ জন খামারী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে খামারিদের মাঝে প্রশিক্ষণ ভাতা ও সনদ বিতরণ করা হয়।