Sunday, December 21, 2025
Sunday, December 21, 2025
Homeরাজনীতি৩১ দফা হচ্ছে জাতির মুক্তি ও পরিবর্তনের রূপরেখা ---------- আবুল কাহের চৌধুরী...

৩১ দফা হচ্ছে জাতির মুক্তি ও পরিবর্তনের রূপরেখা ———- আবুল কাহের চৌধুরী শামীম।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ৩১ দফা হচ্ছে জাতির মুক্তি ও পরিবর্তনের রূপরেখা। এ দফাগুলোর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্র গঠন সম্ভব। দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন, মানসম্মত শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার সফল হয় না, তাই সবাইকে এই কর্মসূচির বিষয়ে সচেতন হয়ে দেশের পুনর্গঠনে অংশ নিতে হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এবং দেশের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। অতীতেও বিএনপি সরকার দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করেছে, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে যুগান্তকারী উন্নয়ন ঘটিয়েছে। ৩১ দফার মূল লক্ষ্য হলো জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচি বাস্তবায়নে অংশ নিতে হবে।
সোমবার (১৩ অক্টোবর) রাতে ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগনকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার বিএনপির সহ সভাপতি সিরাজুল ইসলাম।
বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাসান এমাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জামিল চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায় মওদুদ হোসেন চৌধুরী সুমন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জামাল আহমদ, ৮নং ওয়ার্ডের সভাপতি ফলিক মিয়া, সহ সভাপতি ছফর উদ্দিন, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তুতা মিয়া, গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, বিএনপি নেতা আতাউর রহমান, সিলেট জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক নূর আলম। এছাড়াও অনুষ্ঠানে ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: