Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeরাজনীতি৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস''উদযাপন উপলক্ষে রাণীশংকৈলে বিএনপি'র প্রস্তুতি সভা।

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস”উদযাপন উপলক্ষে রাণীশংকৈলে বিএনপি’র প্রস্তুতি সভা।

সুজন আলী রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।

আগামী ৫ আগস্ট, ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টায় পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ‎সভায় উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ এর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নূর নবী, সহ-সভাপতি মাহমুদুর নবী পান্না বিশ্বাস, শাহাদাত হোসেন ,খলিলুর রহমান খলিল, অধ্যাপক কবিরুল ইসলাম। পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন (মাস্টার), অধ্যাপক মনিরুজ্জামান মনি, দপ্তর সম্পাদক, ফেরদৌস আলম মানিক, ইউনিয়ন বিএনপি’র সভাপতি, জমিরুল ইসলাম, মানিক হোসেন, যুবদল নেতা মুনতাসির আল মামুন মিঠু, কাইদুল ইসলাম, আক্তার হোসেন প্রমুখ। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আগস্ট বিপ্লব শুধু বিএনপির রাজনৈতিক ইতিহাস নয়, এটি একটি আন্দোলনের প্রতীক। তারা ৫ আগস্টের আনন্দ মিছিল সফল করতে নেতাকর্মীদের সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: