এএসটি সাকিল, ভোলা জেলা প্রতিনিধিঃ-
"প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি " এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রেলী, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট বোজ মঙ্গলবার বেলা ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুবক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী বের হয়ে, শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্প্রসারিত ভবনের সামনে এসে শেষ হয়।
পরে বোরহানউদ্দিন উপজেলা সম্প্রসারিত ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খবির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান- উজ্জামান।
এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোসাম্মদ নাজনীন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আক্তারুল ইসলাম, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী পুষ্টিবিদ বাবুল আখতার, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়া নারী পুরুষ সহ আরও অনেকে।
এ-সময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ ও চেক বিতরণ করা হয়।