Monday, August 11, 2025
Monday, August 11, 2025
Homeরাজনীতিজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা আব্দুল্লাহ শফি শাহেদের নেতৃত্বে...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা আব্দুল্লাহ শফি শাহেদের নেতৃত্বে র‌্যালি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ শফি শাহেদ এর নেতৃত্বে নগরীতে একটি বিশাল র‌্যালি বের করা হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) নগরীর কোর্ট পয়েন্ট থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেজিস্টারি মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালিপূর্ব সমাবেশে বিএনপি নেতা আব্দুল্লাহ শফি শাহেদ বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। দলের দুঃসময়েও ছিলাম, সুসময়েও আছি। আমরা কোন কিছু পাওয়ার আশায় রাজনীতি করি না। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা দলের জন্য রাজনীতি করে যাচ্ছি।

তিনি আরো বলেন, সিপাহী জনতা ক্যান্টনম্যান্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করে। বিএনপি দেশ ও জনগণের জন্য রাজনীতি করে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালিতে শতশত নেতাকর্মী অংশ গ্রহণ করেন। সমাবেশ শেষে আব্দুল্লাহ শফি শাহেদ এর নেতৃত্বে র‌্যালি নিয়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ ও র‌্যালিতে যোগ দেন নেতাকর্মীরা। বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: