Tuesday, April 29, 2025
Tuesday, April 29, 2025
Homeরাজনীতিআল-হামরায় চুরি হওয়া স্বর্ণ দোকান পরিদর্শনে- কাইয়ুম চৌধুরী।

আল-হামরায় চুরি হওয়া স্বর্ণ দোকান পরিদর্শনে- কাইয়ুম চৌধুরী।

সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সিটির চুরি হওয়া নূরানী জুয়েলার্সে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পরিদর্শন কালে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।

ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে কোনোভাবেই মেনে নিতে পারছে না বলেই বর্তমান ফ্যাসিবাদমুক্ত পরিস্থিতিতে দেশব্যাপী খুন-খারাবির মতো পৈশাচিক ও লোমহর্ষক খেলায় মাতোয়ারা হয়ে উঠেছে।
কাইয়ুম চৌধুরী ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, আমরা সবসময়ই ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে আছি। দুঃসাহসিক এই চুরির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত আন্তরিক। স্থায়ীয় প্রশাসন চুরির ঘটনার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারে সক্ষম হবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটওয়ারী রিপন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, আব্দুল মুনিম মল্লিক মুন্না, শাহ জাফের আহমদ, মীর মো. জাকারিয়া, জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক নিমুল কুমার রায়, মো. আনোয়ার হোসেন, মাসুক মিয়া, নুরানী জুয়েলার্সর মালিক জাবেদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: