Tuesday, April 29, 2025
Tuesday, April 29, 2025
Homeসম্পাদকীয়"সাংবাদিকরা হচ্ছেন সমাজের অভিভাবক"-ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ।

“সাংবাদিকরা হচ্ছেন সমাজের অভিভাবক”-ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ।

বৃটেনের টাওয়ার হ্যামলেটস এর স্পীকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের অভিভাবক।সাংবাদিকরা সমাজের যে সংবাদগুলো তুলে ধরেন তাই মানুষ সত্য মনে করেন। তাই আমি চাই সাংবাদিকতাকে বিশ্বমানে নিয়ে যেতে হবে।পেশাদারিত্ব এমন পর্যায়ে নিতে হবে যাতে আন্তর্জাতিক মানের সাথে তাল মিলিয়ে চলা যায়।তিনি অনলাইন গণমাধ্যমকে আরো সুসংগঠিত ও সুসংহত করার অনুরোধ জানিয়ে বলেন,বিশ্বাসযোগ্য,বস্তুনিষ্ঠ ও নির্মোহ সংবাদ পরিবেশন করলে সমাজ খুব বেশী উপকৃত হবে। দেশের মানুষের কথা বহির্বিশ্বে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সাংবাদিকদের প্রতি তিনি আহবান জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শন শেষে ক্লাব সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে বিদেশে ডিগ্রি নিয়ে আমি একটি দায়িত্ব পেয়েছি, তবুও আমি মনে করি এদেশের মানুষের ট্যাক্সের টাকায় আমি পড়াশোনা করেছি, এটিই আমার জীবনে নিয়ামক হিসেবে কাজ করেছে। আমি মনে করি আমরা যারা বিদেশে আছি আমরা প্রথমেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য কাজ করি, যাতে বাংলাদেশকে ভুলভাবে বহির্বিশ্বে তুলে না ধরা হয়, বাংলাদেশকে যেনো স্যা়ংশনের তালিকায় না পরতে হয়। তবে বর্তমানে বাংলাদেশকে যারা এই পর্যন্ত আন্দোলন করে নিয়ে এসেছেন তাদের ভূমিকা বেশি আমাদের চেয়ে।

সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল। সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক সালাহউদ্দিন আহমদ, বড়লেখা মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ মো. আশুক উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ,কার্যকরী কমিটির সদস্য মোঃ আব্দুল হাছিব, ক্লাবের সাধারণ সদস্য এম. এ ওয়াহিদ চৌধুরী, মো. নুরুল ইসলাম, আব্দুল কাদির জীবন, মোঃ ফারুক মিয়া ফারুক, আহমেদ পাবেল, প্রবাসী তোফায়েল আহমদ সুমন প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: