Monday, August 11, 2025
Monday, August 11, 2025
Homeরাজনীতিবিএসএফের অস্ত্রের মুখে কাসতে নিয়ে প্রতিরোধ গড়েছে জনতা---সৈয়দ শাহিন শওকত।

বিএসএফের অস্ত্রের মুখে কাসতে নিয়ে প্রতিরোধ গড়েছে জনতা—সৈয়দ শাহিন শওকত।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেছেন, সীমান্তে ভারতের বিএসএফ ও কাপুরুষ কিছু ভারতীয় মানুষ চোরের মত কাটার তারের বেড়া দিতে চেয়েছিল। কিন্তু তাদের ভারী অস্ত্রের মুখে এক ভাই ঘাস কাটা কাসতে ও আমের ডালপালা নিয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছে জনতা। তারা বজ্রকণ্ঠে বলতে পেরেছে আয় দেখি, কতগুলি করবি, আর কত মানুষ মারবি, বুকের রক্ত ঢেলে দেবো, কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটি ছাড়বো না। মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বৈরাশাসকের আমলে ওই ফেলানির লাশ কাটাতারের বেড়াই ঝুলিয়েছে। কিন্তু শেখ হাসিনা কোন প্রতিবাদ করেননি। কারণ শেখ হাসিনা ভারতের দাসত্ব করেছিল। এতে বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। বিনোদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এসলাম মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউল হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক হায়াতউদ্দৌলা, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মবিনুর রহমান মিঞা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন অপুসহ অন্যরা। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিনোদপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত আহ্বায়ক।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: