Monday, August 11, 2025
Monday, August 11, 2025
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় পল্লীশ্রী’র উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে নারী ক্লাবের মিলনমেলা অনুষ্ঠিত।

ডিমলায় পল্লীশ্রী’র উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে নারী ক্লাবের মিলনমেলা অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলায় পল্লীশ্রীর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে নারী ক্লাবের এক ব্যতিক্রমী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ মিলনমেলায় নারী সদস্যরা তাদের জীবন পরিবর্তনের গল্প, অর্জন এবং ভবিষ্যতের স্বপ্ন শেয়ার করেন। পল্লীশ্রী, নারী ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্প,ডিমলার আয়োজনে,ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী এর সহায়তায়,এ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) ডিমলা উপজেলার ২ নং বালা পাড়া ইউনিয়ন মধ্যে সুন্দর খাতা ডাঙ্গা পাড়া মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ আয়োজন দিনব্যাপী চলে। মেলাকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয়।ডিমলা পল্রীশ্রী প্রোগ্রাম ফেসিলেটেটর সাইনুল ইসলাম এর সঞ্চলনায়,নীলফামারী প্রোগ্রাম অফিসার শাহীন আখতার এর সভাপ্রধানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কামারের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহেদুল ইসলাম। পল্লীশ্রী নীলফামারী প্রোগ্রাম অফিসার শাহীন আখতার বলেন, “নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে পল্লীশ্রী দীর্ঘদিন ধরে কাজ করছে। নারী ক্লাবগুলো এখন গ্রামের নারীদের শক্তি ও সাহসের প্রতীক হয়ে উঠেছে। এই মিলনমেলা তাদের মধ্যে ঐক্য ও অনুপ্রেরণা যোগাবে।”

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক নারী সদস্য মিলনমেলায় অংশ নেন। তারা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, বিভিন্ন স্টল এবং সফল নারী উদ্যোক্তাদের সাফল্যের গল্প শোনান। একজন নারী উদ্যোক্তা তার বক্তব্যে বলেন, “পল্লীশ্রীর সহায়তায় আমি একটি ছোট ব্যাবসা শুরু করি। আজ আমি আমার পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারছি। এই ক্লাবের মাধ্যমে আমি নতুন বন্ধুদের সাথে পরিচিত হয়েছি এবং তাদের থেকে অনেক কিছু শিখিয়েছি।

মিলনমেলার শেষে স্থানীয় নারী সদস্যদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, উপস্থিত সকলকে মুগ্ধ করে। নারী ক্লাবের এ ধরনের উদ্যোগ নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নিয়মিত হলে তারা আরও শক্তিশালী ও স্বাবলম্বী হয়ে উঠবেন। এটি একটি সুন্দর উদাহরণ যেখানে গ্রামের নারীরা একত্রিত হয়ে উন্নয়ন ও প্রগতির পথে নিজেদের শক্তি ও সাহসের পরিচয় দিচ্ছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: