Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeখেলাউত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন।

উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন।

স্টাফ রিপোর্ট, সিলেট।

সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার লামাকাজী ইউনিয়নস্থ খাজাঞ্চিগাওয়ের এ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর একান্ত সচিব মোহাম্মদ ময়নুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা আজকের শিশু তোমরা আগামী দিনের সম্পদ। তাই লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠনে তোমাদের সক্রিয় থাকতে হবে। খেলাধুলা আমাদের দেহ গঠন করে এবং সংস্কৃতি চর্চা মননশীলতা বৃদ্ধি করে। তাই লেখাপড়ার পাশাপাশি শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরো বলেন, এই স্কুলের মাঠে মাটি ভরাট না থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না।
আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে এই মাঠ ও স্কুলের বাউন্ডারী নির্মাণের আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে স্বৈরাচারী সরকার হিংসাত্মকভাবে গুম করে এখন পর্যন্ত তাকে ফিরিয়ে দিতে পারেনি। তাই বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের কাছে আহ্বান এই জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদারের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক রাকিবুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব লজ্জতুন্নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য জসিম উদ্দিন খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অভিভাবক সদস্য আমির উদ্দিন, সমাজসেবক ও সংগঠক সৈয়দুর রহমান সৈয়দ, খলিলুর রহমান, মামুন আহমদ, আব্দুল কাইয়ুম, আব্দুল মুকিত। উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য জলাল মিয়া, সংগঠক আশিকুর রহমান রানা, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য সৈয়দ আনোয়ার হোসেন, খাজাঞ্চী ইউপির সাবেক সদস্য সিরাজ উদ্দিন, সমাজসেবক শাহান মিয়া,সংগঠক জামিল আহমদ, মাহমুদ আলী, সমছু মিয়া, আশিকুর মিয়া, বিলাল আহমদ, ব্যাংক এশিয়া রাজাগঞ্জ বাজার আউটলট শাখা প্রধান রেজা হাসান, সংগঠক কয়েছ আহমদ সবুজ, সুফিয়ান আহমদ, সুহেল আহমদ, খালেদুর রহমান লাকীসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শিক্ষার্থী ফাইজা বেগম ও স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কামরুল হুদা।

পরে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিবৃন্দ।এর আগে আগত অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: