Monday, August 11, 2025
Monday, August 11, 2025
Homeরাজনীতিবিএনপি পরিবার গণমানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে: ড. এনামুল হক।

বিএনপি পরিবার গণমানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে: ড. এনামুল হক।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেছেন, ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ নির্দেশনা দিয়েছেন। তার এই মানবিক আহ্বানে সাড়া দিয়ে গোটা বিএনপি পরিবার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, রমজান মাসজুড়ে ইফতার সামগ্রী বিতরণের পর এবার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে, যাতে সবার মুখে হাসি ফুটে। বিএনপি সবসময় দুঃখী মানুষের পাশে থেকে তাদের কষ্ট ভাগ করে নিতে কাজ করে। গণমানুষের দুঃখ-দুর্দশা লাঘবের লক্ষ্যে দলের নেতাকর্মীরা প্রতিনিয়ত সচেষ্ট রয়েছেন। তিনি আরও বলেন, প্রতি রমজানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিপীড়িত-নির্যাতিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এটি শুধু সহায়তা নয়, বরং তাদের প্রতি ভালোবাসার প্রকাশ। বিএনপি ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে।

তিনি শনিবার (২৯ মার্চ) নগরীর মেজরটিলার পশ্চিম ভাটপাড়া হাজী বাড়িতে জামাল আহমদের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদল নেতা কাওসার আহমদের পরিচালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমহদ সিদ্দিকী, নুরুল আলম বাবলু, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সামাদ তাপাদার বাবেল, লুকমান আহমদ, সুহেল আহমদ, সালাউদ্দিন আহমেদ, ইজ্জাদ মিয়া। এছাড়াও ইসলামপুরের বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংঠনের বিপুল নেতাকমীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: