Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeরাজনীতি১৭ বছর পর দেশে নতুন প্রত্যাশায় ঈদ উদযাপন হবে ——– ঈদ শুভেচ্ছায়...

১৭ বছর পর দেশে নতুন প্রত্যাশায় ঈদ উদযাপন হবে ——– ঈদ শুভেচ্ছায় বিএনপি নেতা মাহবুব চৌধুরী।

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মি সমর্থক, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র জনতা, ভোটার, সরকারি, বেসরকারি কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি, সম্মানিত নাগরিকবৃন্দকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা, সংসদ সদস্য প্রার্থী, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট নগরীর আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি, বিগত একাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহকারী জননেতা মাহবুব চৌধুরী।

শনিবার (২৯ মার্চ ২০২৫) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এক মাস পবিত্র সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। আমরা এমন এক মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি যখন দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর পর স্বৈরশাসক মুক্ত হয়ে শ্বাস নিতে পারছে, স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং শান্তিতে-স্বস্তিতে চলাফেরা করতে পারছে।

পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ধনী-গরীব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। পবিত্র ঈদে আল্লাহর ভয় তথা তাক্বওয়া সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক সেতুবন্ধন তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি ও একে অপরের সুখানন্দ এবং দুঃখ-কষ্ট ভাগ করে নেই।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে দেশবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে। রক্তাক্ত জুলাই আন্দোলনে অশেষ ত্যাগের পর যে সম্ভাবনা আমাদের সামনে উন্মোচিত হয়েছে, সেটিইকে আমাদের নতুন পথচলার শক্তি, নতুন প্রত্যাশায় পরিবর্তিত পরিস্থিতিতে সাম্য মানবিক বাংলাদেশ ও নির্বাচিত দেশপ্রেমিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমার নিজের পক্ষ থেকে আমি সকলের সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সেই সঙ্গে আমি সবাইকে আবারো পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: