Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeবিশেষ প্রতিবেদনটাঙ্গাইলের সখীপুরে ধান ক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার।

টাঙ্গাইলের সখীপুরে ধান ক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার।

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,,
বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখীপুরে ধান খেত থেকে আমিনা বেগম(৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
১৭ এপ্রিল(বৃহস্পতিবার)ভোরে উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকার বাড়ির পাশের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আমিনা বেগম ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

স্থানীয় ও পরিবারসূত্রে জানা যায়, রাতে খাওয়া দাওয়া শেষে আমিনা বেগম তার স্বামীর সাথে কথা বলতে ঘরের বাইরে বের হন। এরপরে দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

আজ ভোরে,আমিনা বেগমকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ধান ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

সখীপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই)মোশারফ হোসেন বলেন, বাড়ির পাশ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

এব্যাপারে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ জাকির হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হচ্ছে,আইনই প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: