Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeআইন আদালতনীলফামারী জেলায় বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের ১ম দিনের কার্যক্রম সম্পন্ন।

নীলফামারী জেলায় বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের ১ম দিনের কার্যক্রম সম্পন্ন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ এর ১ম দিনের কার্যক্রম সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খানের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ লাইন্স মাঠে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৫ এর প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত প্রার্থীদের ১ম দিনে ‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ’ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত নিয়োগ পরীক্ষায় পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান, গাইবান্ধার সহকারী পুলিশ সুপার সি-সার্কেল এবিএম রশিদুল বারীসহ আরো উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ.বি.এম ফয়জুল ইসলাম,

নীলফামারী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার সজীব কুমার বর্মন ও নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যবৃন্দ। উত্তীর্ণ প্রার্থীদের ২য় দিনের জন্য শুভকামনা জানান, নীলফামারী জেলার পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: