
নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার।
মাদক ও ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার পলাতক ১৭ আসামিকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে ময়মনসিংহ-পুলিশ সুপারের নির্দেশক্রমে, গৌরীপুর সার্কেলের সার্বিক তত্বাবধানে ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে:
থানা পুলিশের এস আই শাহিন মিয়া, এস আই আব্দুস সালাম ও এস আই মোহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ- নান্দাইল পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে, এক ঝটিকা অভিযান পরিচালনা করে ১৭জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,নান্দাইল মডেল থানার নিয়মিত মামলা নং ৩১ (০৪) ২৫ ধারা-৩৬ (১) সারনির ১০(ক)-৬২ (বাষট্টি) পিচ ইয়াবা উদ্ধার এর এজাহারনামীয় গ্রেফারকৃত আসামি ১। শরীফ মিয়া (২১) ও মামলা নং ৩০ (৪)২৫ এর গ্রেফতাকৃত আসামি ২। মোরশেদ মিয়া (২০), ৩। আরিফ মিয়া (২১), জিআর ওয়ারেন্টভুক্ত আসামি ৪। আবুল হোসেন (৪৮), ৫। শফিকুল ইসলাম (৩২), ৬। নজরুল ইসলাম (৩১), ৭। নুর ইসলাম (২৫), ৮। শাহাবুদ্দিন (৩৬), ৯। জহিরুল ইসলাম (৩০), ১০। কবির আকন্দ (২২), ও অত্র থানার নন এফ আই আর নং- ৬৫/২৫ এর গ্রেফতারকৃত আসামি ১১। খায়রুল ইসলাম, ১২। আলম (৩৫), ১৩। মানিক মিয়া (৩৮), ১৪। রুকন মিয়া (৫১), ১৫।শহিদ মিয়া (৫০), ১৬। নজরুল ইসলাম (৫০), ও নন এফ আই আর নং ৬৬/২৫ এর গ্রেফতারকৃত আসামি ১৭। ফরহাদ আকবর ইমন (২৩) সহ মোট ১৭ (সতের) জন আসামি কে গ্রেফতার করে বিজ্ঞ কোর্টে প্রেরণ করেছে বলে থানা সূত্রে জানাগেছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, নান্দাইলে জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষনা করা হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।