Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeসারা বাংলাথানচির মদকে ৫৭ বিজিবির ফ্রি মেডিকেল ক‌্যাম্প।

থানচির মদকে ৫৭ বিজিবির ফ্রি মেডিকেল ক‌্যাম্প।

শুভরঞ্জন বড়ুয়া
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক থানচির দুর্গম জনপদ মদকে স্থানীয় নৃ-গোষ্ঠী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদীর নির্দেশনায় গত ২১ এপ্রিল ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুম, এএমসি এ চিকিৎসা সেবা দেন। থানচির রেমাক্রি ইউনিয়নের মদক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদক বাজারে এ মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজন করা হয়।
লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, চিকিৎসা বঞ্চিত নারী, পুরুষ এবং শিশুসহ ৫০ জনের অধিক স্থানীয় পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। তাঁদের এ সেবা কার্যক্রম অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়ও আয়োজন করা হবে। দূর্গম পাহাড়ী এলাকার এ সকল নিম্ন আয়ের হত-দরিদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের একমাত্র ভরসার প্রতীক হিসেবে “বিজিবি” সর্বদা পাশে রয়েছে এবং আস্থার সাথে মানবিক কাজ করে যাচ্ছে। এ জাতীয় কর্মকাণ্ড পার্বত্য এলাকায় দায়িত্বরত বিজিবি এবং বসবাসরত পাহাড়ী-বাঙালী সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

মেডিকেল ক‌্যাম্প পরিচালনাকালে মেডিকেল অফিসার মেজর খোরশেদুল আলম মাসুম ছাড়াও মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন জেড. এস. নাহিয়ান, বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় পাড়া কারবারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: