
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিএনপির একার দফা নয়। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সেগুলো ৩১ দফায় বিস্তারিত বলা আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না। বর্তমান অর্ন্তর্বর্তী সরকার যে সংস্কার করে নির্বাচনের কথা বলছে তার সঙ্গে বিএনপির ৩১ দফার অনেক কিছুরই মিল আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে চিন্তাধারা, সেটি একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন। একসময় বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে জনগণের সামনেও তা তুলে ধরেছেন।
তিনি আরোও বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। একটি দেশে কৃষকরা বাঁচলে স্বাবলম্বী হয় সেই দেশের অর্থনীতি। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় কৃষকদের কল্যাণে কাজ করতেন। তিনি অনুভব করেছিলেন দেশের উন্নয়ন করতে হলে কৃষিখাতে উন্নয়ন করতে হবে। তাই তিনি কৃষকদের জন্য বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বিগত সরকার লুটপাটের মাধ্যমে দেশের কৃষিখাতকে ধ্বংস করেছে। তারা কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে নাই বিধায় কৃষকরা তাদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য পেত না। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষিখাতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে কৃষকদের বীজের মালিকানা তাদের ফিরিয়ে দেওয়া হবে, সর্বপরি স্থানীয়দের উন্নয়নে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।
তিনি শনিবার (২৬ এপ্রিল) রাতে সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় টিলাপাড়া মাদ্রাসা সংলগ্ন মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৬নং ওযার্ড বিএনপি সভাপতি আব্দুল কবিরের সভাপতিত্বে ও খাদিম নগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈন উদ্দিনন মেম্বারের যৌথ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, আজির উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ইলিয়াস আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেস, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, বিমানবন্দর থানা বিএনপি সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কচির উদ্দিন, সাহিত্য সম্পাদক সাইদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আপ্তাব উদ্দিন, তথ্য সম্পাদক জহির উদ্দিন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সদর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দিলোযার হোসেন।
উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি ত্রান বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন, সাবেক আইন বিষয় সম্পাদক এডভোকেট খুরশেদ আলম, সহ আইন বিষয় সম্পাদক এডভোকেট গুলাম রসুল সোমেল, খাদিমনগর ইউনিয়ন বিএনপি সাংস্কৃতিক বিষয় সম্পাদক আব্দুল মালেক, খদিমনগর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি সুরমান আলী, হাবিবুর রহমান পংখি, যুগ্ম সম্পাদক মানিক মিযা, প্রচার সম্পাদক কাওছার আহমদ, দপ্তর সম্পাদক আলাল উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্তাজ আলী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রইছ আলী ৮নং ওয়ার্ড সভাপতি জামাল আহমদ, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক নান্টু সরকার, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রাজু আহমদ, দপ্তর সম্পাদক পারবেজ আহমদ, জেলা ছাত্রদল সহ সাধারণ সম্পাদক সালা উদ্দিন ইমরান, জসিম উদ্দিন, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক তমেজুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সদস্য আজির উদ্দিন, সদর উপজেলা জিয়ামঞ্চ সদস্য সচিব সাহেদ আহমদ, খাদিম নগর ইউনিয়ন যুবদল নেতা টি এইচ রানা, সাদেক আহমদ, সেচ্ছসেবক দল নেতা কযেছ হেলান, রাকিব প্রমুখ।-বিজ্ঞপ্তি