Monday, August 11, 2025
Monday, August 11, 2025
Homeআইন আদালতনীলফামারী পুলিশ লাইন্স একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান।

নীলফামারী পুলিশ লাইন্স একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক এসএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) নীলফামারী পুলিশ লাইন একাডেমি হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ লাইন একাডেমি স্কুলের সভাপতি নীলফামারী পুলিশ সুপার এ এম এফ তারিক হোসেন খান।

প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো: রবিউল ইসলাম প্রামানিক। এ সময় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রাসেদ ইসলাম বলেন, ‘ভালো ফলাফলে স্বীকৃতি স্বরূপ আমাদেরকে যে বৃত্তি প্রদান করা হলো এটা আমাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা। সবাই দোয়া করবেন যাতে ভালো রেজাল্টের এ ধারা ভবিষ্যতে অব্যাহত রাখতে পারি।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে নীলফামারী পুলিশ লাইন্স একাডেমী থেকে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, পুলিশ লাইন্স একাডেমির শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও ভালো করার চেষ্টা করতে হবে যাতে আগামীতে নীলফামারী জেলায় এই প্রতিষ্ঠানটিকে সবাই একটা সেরা প্রতিষ্ঠান হিসেবে চেনে। তিনি বলেন, এ বছর যে সংখ্যক শিক্ষার্থীকে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে আগামীতে যেন এ সংখ্যাটা আরো বৃদ্ধি পায়।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ২০২৬ ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আজকের অনুষ্ঠানে তোমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই জন্য যে ভালো রেজাল্ট করলে আগামীতে এভাবে তোমরাও পুলিশ সুপার স্যারের হাত থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করার সুযোগ পাবে। কাজেই পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং তোমাদের হাত ধরেই পুলিশ লাইন্স একাডেমি এগিয়ে যাবে অনেকদূর।

প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জুলফিকার আলী জানান, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক প্রতি বছর এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় নীলফামারী পুলিশ লাইন্স একাডেমি থেকে জিপিএ-৫ প্রাপ্ত চার শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট এবং বৃতি প্রদান করা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: