Monday, August 11, 2025
Monday, August 11, 2025
Homeরাজনীতিরাণীশংকৈলে শহীদ জিয়ার ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া...

রাণীশংকৈলে শহীদ জিয়ার ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সুজন আলী, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।

বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকালে ৫ টায় পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ হল রুমে পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ শাহাজাহান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন আলী’র সঞ্চালনায়, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান জাহিদ, গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক, আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি খলিলুর রহমান, নূর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক, এম আর বকুল মজুমদার, মহিলা দলের আহ্বায়ক অধ্যাপক মুনিরা বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, জিয়া পরিষদের আহ্বায়ক, শরিফ আলী মাস্টার, ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান, পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি, গোলাম রসুল, হামিদুর রহমান, ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক দুলাল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র, যুগ্ম সাধারণ সম্পাদক, মুনতাসির আল মিঠু, মহিলা দলের সদস্য সচিব আনারকলি, পৌর যুবদলের আহ্বায়ক, আক্তারুল ইসলাম আক্তার, যুবদল সদস্য, মোমিন, মুক্তারুল ইসলাম মুক্তার সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সে চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান।
এর আগে বিকাল ৩ টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হল রুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিরা চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: