Monday, August 11, 2025
Monday, August 11, 2025
Homeরাজনীতিসখীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

সখীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (৩১ মে) সকালে উপজেলা,পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ:বাছেদ মাস্টার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল গণি, যুবদলের আহবায়ক ও বি.আর.ডি.বি’ র চেয়ারম্যান ফরহাদ ইকবাল, সদস্য সচিব নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক একাব্বর হোসেন প্রমুখ।
এছাড়াও দোয়া ও আলোচনা সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ,দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: