Monday, August 11, 2025
Monday, August 11, 2025
Homeআইন আদালতডিমলায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ৪ পরিবহনের জরিমানা।

ডিমলায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ৪ পরিবহনের জরিমানা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলায় যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৪টি পরিবহনকে মোট ছয় হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। ১২ ই,জুন রাতে ডিমলা উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযানে এই জরিমানা আদায় করা হয়েছে।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, যাত্রীদের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আসে, ডিমলা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান চালান। ওই অভিযানে সৃষ্টি পরিবহন, এনা পরিবহন, জহুরুল পরিবহন এবং কাজী পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মেলেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়।

স্থানীয় মানুষজন এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে পরিবহন গুলো যাত্রীদের কাছে থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করে এসেছে, যা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে । অভিযানের ফলে উপজেলার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা নিয়মিত এমন অভিযানের দাবি জানান।

ডিমলা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তার বলেন, সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত মোবাইল কোর্টে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: