Sunday, August 10, 2025
Sunday, August 10, 2025
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈলে তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন।

রাণীশংকৈলে তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন।

সুজন আলী, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলামের সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন , প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, কৃষি অফিসার শফিউল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপি’র সভাপতি শাহাজাহান আলী, কৃষক দলের সভাপতি মোশারফ হোসেনসহ উপ-সহকারী কৃষি অফিসারগণ মেলায় আগত দর্শনার্থীরা ও ফল চাষীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপস্থিত চাষীদের বেশি করে ফল চাষাবাদে উৎসাহ প্রদান করেন। তিন দিনব্যাপী এই মেলার সমাপনী হবে আগামী ২১ জুন শনিবার। মেলায় বিভিন্ন স্টলে মৌসুমী ফল আম, কাঁঠাল, লিচু, মালটা, পেয়ারা, তরমুজ, ডালিম, আনারস, খেজুর, তাল, কলা সহ বিভিন্ন জাতের ফল ও ফলের চারা প্রদর্শন করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: