Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeখেলাজেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে নীলফামারী পৌরসভা দল চ্যাম্পিয়ন।

জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে নীলফামারী পৌরসভা দল চ্যাম্পিয়ন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী পৌরসভার দল নীলফামারী ক্যাপিটালস। সোমবার বিকালে নীলফামারী বড় মাঠে ১-০ গোলে সৈয়দপুর উপজেলা দল ‘সৈয়দপুর সুপার কিংসকে’ হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।

প্রধান অতিথি থেকে খেলা উপভোগ করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, নীলফামারী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী ও ব্লিং লেদার প্রোডাক্টস-এর মহাব্যবস্থাপক খালিদ আহসান বক্তব্য দেন।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করে অঙ্কুর সিড অ্যান্ড হিমাগার, ব্লিং লেদার প্রোডাক্টস ও সেলিম ফাউন্ডেশন। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে হলে সব ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে হবে।

ক্রীড়ায় সমৃদ্ধ হতে হবে। আজকের এই টুর্নামেন্টে দর্শকদের ভিড় আমাকে মুগ্ধ করেছে এবং নীলফামারীকে ক্রীড়ায় এগিয়ে নেবে বিশ্বাস করি। টুর্নামেন্টে আটটি গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের দীপক রায় এবং সেরা খেলোয়াড় হিসেবে আল আমীন ও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সুমন রায়।
টুর্নামেন্টের উদ্যোক্তা জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, তৃণমূল থেকে ভালো খেলোয়াড় বাছাই ও ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলতে এই আয়োজন ভালো প্রভাব ফেলবে। জুলাই গণঅভ্যুত্থান ৩৬ জুলাই’ ঘিরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন তিনি। আগামী ৫ আগস্ট এই টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

২০ জুন ৮টি দল নিয়ে শুরু হয় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট। ছয় উপজেলা ছাড়াও নীলফামারী পৌরসভা ও সৈয়দপুর পৌরসভা এতে অংশ নেয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: