Wednesday, August 13, 2025
Wednesday, August 13, 2025
Homeবিশেষ প্রতিবেদনসখীপুরে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই এইচএসসি শিক্ষার্থী।

সখীপুরে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই এইচএসসি শিক্ষার্থী।

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধি:

বাড়িতে মায়ের লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা। এমন অবস্থায় মায়ের লাশ বাড়িতে রেখে ৩ জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে দুই শিক্ষার্থী। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে মায়ের লাশ দাফনে অংশ নেবে তারাও।এমন হৃদয়বিদারক ঘটনা টাঙ্গাইলের সখীপুর উপজেলায়।

উপজেলার হাতিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী সায়মা আক্তার এবং সানস্টার ইনিষ্টিটিউট অব টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষার্থী লাবনী আক্তারের মা মারা গেছেন। ওই দুই কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন এবং নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মা হারানো সায়মা আক্তার সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে এবং লাবনী আক্তার সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
আজ সকাল ১০টার আগে অশ্রুসিক্ত চোখে কেন্দ্রে আসেন তারা। সহপাঠী ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেয় তারা।

পরিবার ও স্থানীয় লোকজন জানান, উপজেলার হতেয়া গ্রামের মো: রায়হান মিয়ার মেয়ে সায়মা আক্তার। সায়মার মা শিল্পী আক্তার(৪০) কিডনী জনিত সমস্যার কারণে ২ জুলাই দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতেই মারা যান।সায়মার আরেক ভাই আছে। অপরদিকে উপজেলার কচুয়া পশ্চিম পাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে লাবনী আক্তার। তার মা সফিরন(৪৫) গতরাত সাড়ে নয়টার দিকে মারা যান। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী ছিলেন। উভয়ে পরিবারের ছোট সন্তান।

দুজনের বাড়িতেই পরীক্ষার আনন্দের পরিবর্তে শোক নেমে এসেছে। চলছে লাশ দাফনের প্রস্তুতি। মায়ের মৃত্যুর পর সায়মা আক্তার ও লাবনী আক্তার ভেঙে পড়লেও স্বজনদের কথায় এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে আসে তারা। লাবনীর মায়ের জানাজা সকাল সাড়ে ১১টার অনুষ্ঠিত হয় অন্যদিকে সায়মার মায়ের জানাজা বাদ যোহর অনুষ্ঠিত হবে।

হাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেন, সায়মা মেধাবী শিক্ষার্থী। তবে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে আসা সত্যি কষ্টদায়ক। আল্লাহ যেন তার সহায় হোন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: