Thursday, August 7, 2025
Thursday, August 7, 2025
Homeবিশেষ প্রতিবেদনসিলেটে জুলাই গণহত্যার বিচারের দাবীতে যুব অধিকার পরিষদের গণস্বাক্ষর ও দোয়া মাহফিল।

সিলেটে জুলাই গণহত্যার বিচারের দাবীতে যুব অধিকার পরিষদের গণস্বাক্ষর ও দোয়া মাহফিল।

সিলেটে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর উদ্যোগে জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, বিক্ষোভ মিছিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) সকালে সিলেট কোর্ট পয়েন্টের কালেক্টরেট মসজিদের সামনে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে গণহত্যার বিচারের দাবিতে স্বাক্ষর প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, জুলাই মাসে ঘটে যাওয়া গণহত্যাগুলোর আজও বিচার হয়নি। এ দেশে মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। আমরা অবিলম্বে এর সুষ্ঠু বিচার চাই। তা না হলে দেশের যুব সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এর জবাব দেবে। প্রতিটি শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা বাঁচছি। কিন্তু যারা এই গণহত্যার সাথে জড়িত, তাদের বিচারের দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে। এ দাবি শুধু রাজনৈতিক নয়, এটি মানবতার দাবি। এখনই যদি গণহত্যার বিচার না হয়, তাহলে ভবিষ্যতে এর চেয়ে বড় হত্যাযজ্ঞ নেমে আসতে পারে।

মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ সিলেট জেলার সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুজন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গনঅধিকার পরিষদ সিলেট জেলা আহবায়ক রহমতে এলাহী লস্কর নাঈম, প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলার সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েল।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সিলেট জেলার সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাবেক সহ সভাপতি মোঃ সোরাব আলী, সাবেক সহ সভাপতি এম এ জাবেদ, সাবেক অর্থ সম্পাদক মোঃ সদরুল ইসলাম, কানাইঘাট উপজেলার আহবায়ক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জকিগঞ্জ উপজেলার আহমেদ আল ফয়েজ, গোলাপগঞ্জ উপজেলার আহবায়ক মোহাম্মদ ওলী, গোয়াইনঘাট উপজেলার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ছাত্র অধিকার পরিষদ মহানগর এর মাহমুদুল হাসান নাঈম, আবুল হোসেন তুষার, যুবনেতা কামাল উদদীন, রিয়াজ আলী মুরসালীন, সাহেদ আহমেদ ও ফয়সাল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: