
দেশব্যাপী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা-২০২৫-এর ফলাফল প্রকাশিত হওয়ার পাশাপাশি ইংলিশ মিডিয়ামের শিক্ষা প্রতিষ্ঠান বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বৃটিশ কারিকুলামের বার্ষিক ফলাফল প্রকাশ হয়েছে।
আজ ১০ জুলাই বৃহস্পতিবার সিলেট নগরীর পাটানটুলাস্হ ক্যাম্পাসে ফলাফল প্রকাশ করেন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল অবঃ মোসলে উদ্দিন ভূইয়া।
৯ম শ্রেণিতে বৃটিশ কারিকুলামে ভালো ফলাফল করে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরীর ছেলে মিশকাত চৌধুরী। তার নির্ধারিত বিষয় মেথ, কেমেস্ট্রি, ফিজিক্স, বাংলা,আইসিটি, ইংলিশে ভিত গড়ে মেধাবী ও দৃঢ়চেতা শিক্ষার্থী হিসেবে সাফল্যের ভবিষ্যৎ গড়তে চায়। চলতি বছরের অক্টোবরে বা আগামী বছরের মে মাসে বৃটিশ কাউন্সিলের অধীনে ও লেভেল পরীক্ষায় অংশ নিবে সে।
এ বছর এসএসসি পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যায় বড় ধরনের অবনতি লক্ষ করা গেছে। গত বছরের শতভাগ পাস করা প্রতিষ্ঠানের তুলনায় এবার সেই সংখ্যা দাঁড়িয়েছে এক-তৃতীয়াংশেরও নিচে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফল বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
ফল বিশ্লেষণে দেখা গেছে, মাত্র ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অথচ গত বছর অর্থাৎ ২০২৪ সালে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৯৬৮টি। সেই হিসাবে এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ১ হাজার ৯৮৪টি।
অন্যদিকে ১৩৪টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। গতবছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি। সে হিসাবে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান বেড়েছে ৮৩টি
এদিন দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে, যার মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী ছিল।
এদিকেববিগত ১৬ বছর শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ সরকার পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে জিপিএ ৫-এর সংখ্যা বেশি দেখিয়েছে বলে অভিযোগ করেছে অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। গত বছরের তুলনায় এ বছর শতকরা ১৫ ভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে এবং ৪৩ হাজারেরও বেশি পরীক্ষার্থী গত বছরের তুলনায় কম জিপিএ ৫ পেয়েছ। এর দায় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় এড়িয়ে যেতে পারে না। এই ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং সরকারকে ধ্বংসের হাত থেকে শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারের অনুরোধ করেন।



