Sunday, August 10, 2025
Sunday, August 10, 2025
Homeরাজনীতিগোপালগঞ্জে হামলার প্রতিবাদে নীলফামারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল।

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নীলফামারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জেলা শহরের বাজার মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সমাবেশে মিলিত হয়, এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমীর অধ্যাপক ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি আন্তাজুল ইসলাম এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ আসনে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীরা।

নেতারা গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের গাড়িবহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের রাজনীতিতে সন্ত্রাস ও সহিংসতার কোনো স্থান নেই। বক্তারা হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর ও নিরপেক্ষ ভূমিকা অপরিহার্য।

জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন,“জুলাই মাস শোক ও গৌরবের। এ মাসেই জুলাই যোদ্ধারা গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্বে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এই বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে।

জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক ড. খায়রুল আনাম বলেন, বাংলাদেশের গোপালগঞ্জ এখনো আওয়ামীলীগ মুক্ত হয়নি। জুলাইয়ের সেই যোদ্ধারা সমাবেশ করতে গিয়েছিল তাদের পদযাত্রা ছিল দিনভর সেই পতিত আওয়ামী লীগ প্রেতাত্মারা জুলাই যোদ্ধাদের উপর হামলা চালিয়েছিল। জুলাই যোদ্ধাদের মেরে ফেলার চক্রান্ত করেছিল সেই স্বৈরাচার আওয়ামী লীগের প্রেতাত্মারা। আওয়ামী লীগের আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায় কেন। দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

নীলফামারী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন,“পতিত স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের প্রেতাত্মারা পরিকল্পিতভাবে এই বর্বর হামলা চালিয়েছে। তারা এখনো ফ্যাসিবাদের ধারক-বাহক। বাংলাদেশের মানুষ ৫ আগস্ট আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনা ও তার অনুচরেরা বাংলার মাটিতে আর কখনও স্থান পাবে না।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: