Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeআইন আদালতভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৬ বাংলাদেশীকে হস্তান্তর করল বিএসএফ।

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৬ বাংলাদেশীকে হস্তান্তর করল বিএসএফ।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৬ বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে মুঠোফোনে আটক ৬ বাংলাদেশির নাগরিকত্ব যাচাই করে বিজিবি। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বিএসএফ ৬ জনকে বিজিবির হাতে তুলে দেয়।

বিজিবি’র দেওয়া তথ্যমতে, রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধীনস্থ জগদল সীমান্তের ৩৭৫ নম্বর পিলার -সংলগ্ন এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও রাণীশংকৈল ধর্মগড় বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার সুভাষ চন্দ্র বিএসএফ কর্তৃক ৬ বাংলাদেশীকে ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ফেরতকৃত বাংলাদেশী নাগরিকরা হলেন, পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি ইউনিয়নের
মমিনটোলা গ্রামের কেয়ামুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৪), বাদামবাড়ি গ্রামের বোনাস আলীর ছেলে মোঃ রোহান (১৯), বারাসাত গ্রামের মোঃ পিন্টুর ছেলে নাঈম ইসলাম (১৭) একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে মোঃ আলামিন (১৭), সুতকিয়াপাড়া এলাকার মো: লোসির ছেলে মোঃ রাসেল (২১) মুরমুলা গ্রামের দামিহ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২২), ফেরতকৃত সবাই বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি ইউনিয়নের বাসিন্দা।

বিজিবির জগদল বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সুভাষ চন্দ্র আরো বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক ৬ ব্যক্তিকে সকালে বিজিবির কাছে হস্তান্তর করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান ৬ বাংলাদেশী অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের অপরাধে বিজিবি দুপুরে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: