Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeআইন আদালতবৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকবে হবে ------জেলা প্রশাসক মোহাম্মদ শের...

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকবে হবে ——জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের একটি সুযোগ এনে দিয়েছে। আমাদের সেই সুযোগ কাজে লাগাতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকবে হবে। অন্যায়ের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে আমাদের প্রতিবাদ করতে হবে। তিনি আরো বলেন, জুলাই-২৪ এর চেতনায় সম্মিলিত প্রচেষ্ঠায় একটি স্বাধীন বাংলাদেশ গড়া সম্ভব।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় নগরীর শাহী ঈদগাহ টিভি গেইটস্থ জেলা শিল্পকলা একাডেমিতে সিলেটের জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রফিক এর সভাপতিত্বে ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায় এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সমাজসেবা দপ্তরের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. স্বপ্নীল, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল বেনজীর, সিলেট মহিলা বিষয়ক দপ্তরের উপ পরিচালনক শাহিনা আক্তার, সিলেট জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া। বক্তব্য রাখেন শাবিপ্রবির সমন্বয়ক জুলাইকন্যা তানজিনা বেগম।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে জুলাই-২৪ এ নিহতদের ও ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিদ্ধস্তে নিহতদের সরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এর আগে ঢাকার ওসামানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ করান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। এতে ভার্চুয়ালি যুক্ত হন সিলেটের অতিথি, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। সবশেষে এক মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: