Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeজাতীয়৪ ডিআইজি বাধ্যতামূলক অবসরে।

৪ ডিআইজি বাধ্যতামূলক অবসরে।

ডিআইজি পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর বিষয়টি জানানো হয়।

সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৬৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো ৪ ডিআইজি হলেন- ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম ও শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধা পাবেন বলেও জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ রয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: