Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeআইন আদালতসততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সম্মাননা পেলেন ডিমলার ছেলে সার্জেন্ট নূরনবী।

সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সম্মাননা পেলেন ডিমলার ছেলে সার্জেন্ট নূরনবী।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

পৃথক অভিযানে ছিনতাইকারী, নকল সোনার বার প্রতারণা চক্রের সদস্যকে আটকসহ, বিভিন্ন প্রতারক চক্র গ্রেফতারসহ নানাবিধ দায়িত্বশীল ও পেশাদারিত্বপূর্ণ কাজের সফল বাস্তবায়নের জন্য আবারও ট্রাফিক মিরপুর বিভাগের সততা ভালো কাজের স্বীকৃতি সম্মাননা পেয়েছেন সার্জেন্ট মোঃ নূরনবী ইসলাম সবুজ।

ডিএমপি কমিশনার জনাব শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি মহোদয়ের পক্ষ থেকে প্রেরিত সম্মাননা পুরস্কার নিজ হাতে সার্জেন্ট মোঃ নূরনবী ইসলাম সবুজের হাতে তুলে দেন ডিসি ট্রাফিক মিরপুর, জনাব গৌতম কুমার বিশ্বাস। এ বিষয়ে সার্জেন্ট মোঃ নূরনবী ইসলাম সবুজ বলেন, এই সম্মান শুধু পুরস্কার নয়, এটি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রতীক যা আমাদের আরো অগ্রসর হওয়ার প্রেরণা যোগাবে।

উল্লেখ্য এর আগে, শিক্ষানবিশ সার্জেন্ট/ মোঃ নূরনবী ইসলাম সবুজ গত ২৫/০৫/২০২৫ তারিখ ট্রাফিক মিরপুর জোন এলাকাধীন (টেংগ-সড়ক ও জনপথ-১) কলসাইনে সড়ক ও জনপথ ক্রসিং সংলগ্ন এলাকায় ২য় পালায় সুষ্ঠু যানবাহন নিয়ন্ত্রন কর্তব্য পালন করছিলেন। কর্তব্য পালন কালে দেখতে পান যে, ভিকটিম আব্দুল্লাহ আল ফয়সাল (৫৬) বাসে করে আগারগাঁও যাওয়ার পথে ছিনতাইকারী রাসেল (২০) ঠিকানা-মোহাম্মদপুর, ঢাকা জানালা দিয়ে টান মেরে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যাওয়ার সময় ভিকটিম ছিনতাইকারী করে চিৎকার করলে তখন উক্ত সার্জেন্ট ভিকটিমের চিৎকার শুনতে পেয়ে দ্রুত উক্ত ছিনতাইকারীকে প্রায ০১ (এক) কিলোমিটার দৌড়ে গিয়ে শ্যমলী এলাকা থেকে মোবাইল সহ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় সার্জেন্ট মোঃ নূরনবী ইসলাম সবুজ। ডিসি (ট্রাফিক-মিরপুর) জনাব গৌতম কুমার বিশ্বাস শিক্ষানবিশ সার্জেন্ট/ মোঃ নূরনবী ইসলাম সবুজকে পুরস্কৃত করেন এবং তার এই সাহসিকতার প্রশংসা করেন। জানা যায়, সার্জেন্ট নূরনবীর গ্রামের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের দেওয়ানী বাড়ির ছেলে!

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: