Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeরাজনীতিফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি গ্রহণ করুণ-এস এম জিলানী।

ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি গ্রহণ করুণ-এস এম জিলানী।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন।

সোমবার (৪ আগস্ট) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে নগরীর বারুতখানাস্থ একটি হোটেলের হল রুমে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, দেশে গণতন্ত্র থাকলে বিএনপি থাকে। গণতন্ত্র বিপন্ন হলে বিএনপির স্বার্থও বিপন্ন হয়। মাফিয়া প্রধানের পলায়নের পর দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। জাতীয় নির্বাচনের সময়ও ঘনিয়ে আসছে। আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিলো, দেশে বাক স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র-জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারের পতন হলেও দেশে এখনও জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে আসেনি।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ডা. জাহিদুল কবির বলেছেন, আমরা জানি রাষ্ট্রের মালিক জনগণ। আর তখনই প্রতিষ্ঠিত হবে যখন তারা তাদের একটি ভোট নির্ভয়ে দিতে পারবে। বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি এজন্য দেশনায়ক তারেক রহমান তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছেন। আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি ৫ আগস্ট। কিন্তু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি। ৫ আগস্টের প্ল্যাটফর্মটি তৈরি হয়েছিল একটি কোটা আন্দোলনের মাধ্যমে। সেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলাম।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সবাইকে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা মোতাবেক আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: