Sunday, August 10, 2025
Sunday, August 10, 2025
Homeরাজনীতিবিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থায় কাজ করবে-খন্দকার মুক্তাদির।

বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থায় কাজ করবে-খন্দকার মুক্তাদির।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থায় কাজ করবে। বিএনপি কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে কাজ করছে জানিয়ে তিনি বলেন, দেশের অতি দরিদ্র ও দরিদ্র জনগণের জীবনযাত্রার মান উন্নয়নেও প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণে কাজ করবো আমরা।

খন্দকার মুক্তাদির বলেন, আমার দল বিএনপি ক্ষুদ্র ও কুটির শিল্পকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতেও কাজ করবে। এছাড়াও বেকারত্ব দূরীকরণে শিক্ষিত, অর্ধশিক্ষিত ও অশিক্ষিত বেকার যুব-যুবাদের বিভিন্ন দেশের ভাষা শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে তুলে তাদেরকে বিদেশে কাজ করার সক্ষমতা তৈরির বিষয়েও ব্যবস্থা নেবে বিএনপি।

তিনি শনিবার (৯ আগস্ট) সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের মিরাপাড়ার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মিরাপাড়া মসজিদের পাশের মাঠে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।

২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহিম মল্লিকের সভাপতিত্বে ও জাকির হোসেন পারভেজের পরিচালনায় মতবিনিময়কালে উপস্থিত ছিলেন শাহপরাণ থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, ২৪নংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী রাশু, শাহীন আহমদ, পিয়ার উদ্দিন, কয়েস আহমদ সাগর, স্বাধীন আহমদ, মো. জাবেদ কাদির। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: