Thursday, August 14, 2025
Thursday, August 14, 2025
Homeবিশেষ প্রতিবেদনগ্রাহকের ব্যাংক হিসাব থেকে ৮৭ লাখ টাকা তুলে নিলো কে, জানে না...

গ্রাহকের ব্যাংক হিসাব থেকে ৮৭ লাখ টাকা তুলে নিলো কে, জানে না কেউ!

গ্রাহকের অভিযোগ, ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে প্রতারণা

মাগুরায় সোনালী ব্যাংক লিমিটেডের একটি শাখায় এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৭ লাখ টাকা রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। কে বা কারা টাকা তুলেছে, তা এখনও জানা যায়নি। ব্যাংকের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও গ্রাহক দ্রুত কোনো ব্যবস্থা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুক্তভোগী ওই গ্রাহকের নাম মো. টিটুল। তিনি উষা এস.সি. লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিক ও চেয়ারম্যান। টিটুলের অভিযোগ, তার প্রতিষ্ঠানের নামে খোলা চলতি হিসাব (নম্বর: ২৪১৪২০০০১৮৩৫২) থেকে ধাপে ধাপে পুরো অর্থ তুলে নেওয়া হয়েছে।

তিনি ইউএনবি বলেন, “আমার অনুমতি ছাড়াই ব্যাংক চেক বই ইস্যু করেছে। ১০-২০ লাখ টাকা একবারে উত্তোলন হলেও কোনো ফোন বা বার্তা পাঠানো হয়নি।”

টিটুলের অভিযোগ, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে একটি প্রতারক চক্র এই টাকা তুলে নিয়েছে। যে মোবাইল নম্বর ব্যবহার করে টাকা তোলা হয়েছে, সেটি তার নয়।

এ বিষয়ে সোনালী ব্যাংক মাগুরা শাখার বর্তমান ম্যানেজার জানান, এই ঘটনা আগের ম্যানেজারের সময়ে হয়েছে তাই দায়ভার সব তার।

ব্যাংকের পক্ষ থেকে মামলা না করায় টিটুল নিজেই আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এবং প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: