Thursday, August 14, 2025
Thursday, August 14, 2025
Homeরাজনীতিআলীকদমে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে জনসভা। ভোটের অধিকার...

আলীকদমে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে জনসভা। ভোটের অধিকার ফিরিয়ে আনতে ফের আন্দোলনের হুঁশিয়ারি,,, ………… জাবেদ রেজা।

শুভরঞ্জন বড়ুয়া
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি।

১৪ আগস্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলীকদম উপজেলায় দলটির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে আলীকদম বাজারে একটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মাসুক আহমেদের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মনছুর আহমদের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার সাবেক মেয়র এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জাবেদ রেজা আওয়ামী লীগের বিরুদ্ধে বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন। তিনি বিএনপির নেতাকর্মীদের খুন, গুম, হত্যা ও মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য আওয়ামী লীগ এবং তৎকালীন পেটুয়া বাহিনীর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে এবং ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে।” পার্শ্ববর্তী দেশের প্রভাবে এই ‘ফ্যাসিস্ট রেজিম’ নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। ভোটের অধিকার ফিরিয়ে আনতে আবারও আন্দোলনে নামার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বক্তব্যে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে বলেন, “বিএনপির কোনো নেতাকর্মী যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা বা দলের নাম বিক্রি করে, তাহলে তাদেরকে আইনের আওতায় আনার জন্য ডিএসবি, ডিজিএফআই এবং এনএসআইসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার ও আবিদুর রহমান, সদস্য সেলিম রেজা ও আইয়ুব খান। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা মোঃ আইয়ুব খাঁন, সাবেক সিনিঃ যুগ্ম আহ্বায়ক মোঃ জুলফিকার আলী ভুট্টো, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ ও মোঃ জয়নাল আবেদিন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি থেকে সাবেক সভাপতি আরিফ উল্লাহ ছোট্টু ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর উপস্থিত ছিলেন। লামা উপজেলা বিএনপি নেতা আইয়ুব আলী এবং সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনও সমাবেশে যোগ দেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল আবছার সোহেলসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলাদলের নেতৃবৃন্দসহ অনেকে সমাবেশে যোগ দেন।

সমাবেশ শুরুর আগে আমন্ত্রিত অতিথিসহ নেতাকর্মীরা আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে আলীকদম বাজার ১ম গলিতে এসে সমাবেশে মিলিত হন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: