
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি সকল সম্প্রদায়ের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। বিএনপি সবসময় সকল নাগরিকের সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিক সমান অধিকার থাকা উচিত। সমাজের প্রতিটি মানুষের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা বিএনপি তাদের দায়িত্ব মনে করে কাজ করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ধর্মের মানুষের নিরাপত্তা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তিনি সারা দেশে সব সনাতনীর পাশে সর্বদা থাকার জন্য বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, বিএনপি সব সময় গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী এবং সব সম্প্রদায়ের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দুঃশাসন, বৈষম্য ও বিভাজনের রাজনীতির অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও মানবিক রাষ্ট্র গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সমৃদ্ধশীল শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।
তিনি শনিবার (১৬ আগস্ট) নগরীর ২০নং ওয়ার্ড বিএনপির আয়োজনে টিলাগড় গোপালটিলা মন্দিরে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান মোহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমানুজ্জামান লোকমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, ২০নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সাবের আলী খান মুরাদ, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, গোপালটিলা আখড়া কমিটির সভাপতি দুলন চন্দ্র দেব, সাধারণ সম্পাদক জিমান্দ্রী কর পুরাকাস্থ, সাংগঠনিক সম্পাদক টিটন মল্লিক, যুগ্ম সম্পাদক পলাশ চক্রবর্তী, সমম্বয়নক সুমন দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ প্রন্ট সিলেট জেলার আহবায়ক সমরিন পুরকাস্থ, সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, সদস্য জলক আচার্য্য, গেপিকা শ্যাম পুরকাস্থ, রাজীব দে রাজু, হারান দত্ত, তুহিন নাথ, প্রনেশ দেব, মুন্না ঘোষ, নির্ঝয় রায়, বিপি দেব শুভ, মলয় লাল ধর, রণি পাল, সুব্রত দে সুনাশ, ভাষ্কর অধিকারী, দিপু মজুমদার, আমিত কুমার ধর, কৃপাসিন্দু, অমল সেন, রাজু দেব, হারান দত্ত, তপন দাস, অলক রায়, রেনু দেব, মুকু দাস, রান দেব. গৌতম দেব, সন্তোষ রঞ্জন পাল, সুমত পাল, স্বপন পাল, শ্যামল পাল, রতি দাস, স্বপন রায়, নিমিল মল্লিক, লিটন দেব প্রমুখ, রজত কান্তি চক্রবর্তী। বিজ্ঞপ্তি