
মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) এর সাথে বোয়ালমারী প্রেসক্লাবের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় ডা. মোহাম্মদ নাজমুল হাসান গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, “হাসপাতালে ৫০ বেডের বিপরীতে এ মুহূর্তে ৬৭ বেড পাতা আছে। কিন্তু রোগী আছে প্রায় ১২০ জন। চিকিৎসকের অনেক পদ শূন্য। জনবল সংকটে সঠিক সেবা দিতে হিমশিম খাচ্ছি। আউটডোরে একজন চিকিৎসককে প্রতিদিন গড়ে ২০০ রোগী দেখতে হচ্ছে, যা শুধু অসম্ভবই নয়, মারাত্মক অসম্ভব।”
তিনি আরো বলেন, ”উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোন সমস্যা আপনাদের চোখে ধরা পড়লে সাথে সাথে আমাকে অবহিত করবেন। স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবার মান নিয়ে কোন পরামর্শ থাকলে তাও জানাবেন। আমি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই এলাকা আপনাদের, তাই এলাকার সন্তান হিসেবে আপনাদেরও দায়িত্ব আছে। আমি স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যা সমাধানে চেষ্টা চালাচ্ছি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, কোষাধ্যক্ষ জাকির হোসেন, ঢাকার ডাক প্রতিনিধি ও প্রচার সম্পাদক এম জামান, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমীর চারু বাবলু, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর অপু, খবর পত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, আমাদের সময় ডট কমের প্রতিনিধি সনৎ চক্রবর্তী, পাক্ষিক নজীর বাংলা সম্পাদক সাইফুল্লাহ নজীর মামুন, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, স্থানীয় মানব দর্পণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, প্রতিদিনের খবর প্রতিনিধি মুকুল বসু, গণমুক্তি প্রতিনিধি বিপ্লব আহমেদ, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু প্রমুখ।