Sunday, August 17, 2025
Sunday, August 17, 2025
Homeরাজনীতিডিমলায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।

ডিমলায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় সনাতন ধর্মাবলম্বীদের যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রায় অংশ নেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ তাদের সরব উপস্থিতিতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, বনিতা ও সাধু-সন্ন্যাসীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের শ্রীগীতা আশ্রমে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে শোভাযাত্রাটি মেডিকেল মোড়, বিজয় চত্বর ঘুরে পুনরায় আশ্রমে এসে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বাবু শ্রী সুভাষচন্দ্র সরকার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।এ সময় তিনি একটি সাউন্ড সিস্টেম উপহার দেন।

সভায় বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু উৎপল কান্তি সিং, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (ডিআর), সোহাগ খান লোহানীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বাবু জ্যোতি রঞ্জন রায়।জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু উৎপল কান্তি সিং বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের জীবনদর্শন মানবকল্যাণ ও সম্প্রীতির প্রতীক। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করে। মুক্তিযুদ্ধ থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি সংগ্রামে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে এখনো সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

অন্যদিকে ভিডিও কনফারেন্সে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “জাতীয়তাবাদী শক্তির মূল ভিত্তি জনগণের আস্থা। সনাতন ধর্মাবলম্বীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ—হিন্দু-মুসলমান সবাই ভাইবোন, এদেশ সবার। ধর্ম যার যার, কিন্তু দেশ সবার। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।শোভাযাত্রা শেষে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: