Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeবিশেষ প্রতিবেদনশিবগঞ্জে স্বাস্থ্যসেবা ও ৭শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।

শিবগঞ্জে স্বাস্থ্যসেবা ও ৭শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ভেটেরিনারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরপাঁকা এলাকায় এ ক্যাম্পে স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে সাধারণ রোগীদের জন্য চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং গবাদিপশুর চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজহার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপস্থিত ব্যক্তিরা এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: