
মুকুল বোস বোয়ালমারী প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর ১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোঃ ইলিয়াস মোল্লা সোমবার(২৫ আগস্ট) বোয়ালমারী প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন।
সন্ধ্যা ৭ ঘটিকায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বোয়ালমারী বার্তা টাওয়ারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কুরবান আলীর সভাপতিত্বে এই মত বিনিময় সভায় প্রধান অতিথি ডক্টর ইলিয়াস মোল্লা বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশকে সত্যিকারার্থে একটি মানবিক ও জনকল্যাণ মুখী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যেখানে জাতি-ধর্ম বর্ণ-শ্রেনী নির্বিশেষে সব মানুষের সমান অধিকার নিশ্চিত থাকবে। থাকবে না সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কোন বৈষম্য। তিনি বলেন,পূর্বের শাসকরা এদেশকে শাসন করেছে নিজের এবং গোষ্ঠীগত স্বার্থে। দূর্নীতিগ্রস্থ এসব শাসকরা দেশের বাজ্যিক কিছু উন্নতি করলেও এর মৌল কাঠামোর গুনগত পরিবর্তন করেনি। ফলে রাষ্ট্র কাঠামোয় বারবার শাসক বদল হলেও জাতি হিসেবে আমাদের মনোবৃত্তি বদলায়নি। আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারিনি। আজ বোমা ফাটিয়ে যারা মানুষ হত্যা করে তারাই আবার মানবতাবাদী সেজে আমাদের আমাদের উপদেশ দেয়। অনেকেই ভয়ে এই মানুষ হত্যাকারীদের দাসত্ব করলেও মহান স্রষ্টার বিধানকে তারা এড়িয়ে চলেন। একারণে সমাজে সত্য,সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠিত হয়না। যারা আল্লাহকে ভয় করে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চান এমন সৎ,যোগ্য মানুষদের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিতে হবে। এজন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের পালন করতে হবে গুরু দায়িত্ব।ডক্টর ইলিয়াস বলেন যে চেতনার উপর দাঁড়িয়ে গণঅভ্যুত্থান হয়েছিল সেখান থেকে অনেকেই সরে যাচ্ছে। একমাত্র জামাতে ইসলামীই অভ্যুত্থানের চেতনার শতভাগ বাস্তবায়ন চায়। তাই সব কিছুর আগে আমরা সংস্কার চাই । আমরা যদি জুলাই চেতনার বাস্তবায়ন না করি তবে সেটা হবে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করার সামিল। মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বোয়ালমারী পৌর জামাতের আমীর মাওলানা নিয়ামুল হাসান,বোয়ালমারী উপজেলা জামাতে ইসলামীর সাবেক আমীর মাওলানা শহিদুল ইসলাম,পৌর জামাতের সেক্রেটারি মাওলানা সাজ্জাদ হোসাইন,বোয়ালমারী প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম,সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য কাজী হাসান ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান,কোষাধক্ষ্য মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক এম এম জামান, সদস্য আমীর চারু বাবলু, দীপঙ্কর পোদ্দার অপু,আল মামুন রনি প্রমুখ উপস্থিত ছিলেন।