Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeপ্রযুক্তিকৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ডিমলায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ।

কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ডিমলায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ১০টি ইউনিয়নের কৃষকদের মাঝে ১০টি রিপার, ১০টি পাওয়ার স্প্রেয়ার ও ৫টি রাইস ট্রান্সপ্লান্টার হস্তান্তর করা হয়েছে ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাসুদুল হক এবং স্থানীয় সাংবাদিক কর্মীরা।

বক্তারা বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করলে সময়, খরচ ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি ফসল উৎপাদনও বাড়বে। তবে তারা সতর্ক করে দিয়ে বলেন, যন্ত্রগুলো কোনোভাবেই বিক্রি বা অপব্যবহার করা যাবে না। যদি কেউ এ ধরনের অনিয়মে জড়িত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা জানান, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে কৃষিতে প্রযুক্তির ব্যবহার আরও সহজ হবে এবং কৃষকরা লাভবান হবেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: