Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeরাজনীতিমানুষ লুন্ঠনকারী, চাঁদাবাজ ও অসৎ নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায় না ------------মাওলানা হাবিবুর...

মানুষ লুন্ঠনকারী, চাঁদাবাজ ও অসৎ নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায় না ————মাওলানা হাবিবুর রহমান।

ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, অতীতের ক্ষমতাসীনরা মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে কেবল জুলুম করেছে। তাদের হাতে জনগণের জান-মালের নিরাপত্তা ছিল না। বাংলাদেশের মানুষ আর কোন লুন্ঠনকারী, চাঁদাবাজ ও অসৎ নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায় না। তারা দুঃশাসন থেকে মুক্তি পেতে আল্লাহভীরু লোকদের ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শোষণ ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে কাজ করবে। তিনি বলেন, আদর্শ পরিবার গঠনের পাশাপাশি দেশ ও সমাজ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদর্শ সন্তান গঠনের পাশাপাশি ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে মা-বোনদের বিশেষ ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর মহিলা বিভাগের উদ্যোগে নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর মহিলা বিভাগের সহ-সাধারণ সম্পাদক সৈয়দা শিরিন বেগমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর মহিলা বিভাগের সাধারণ সম্পাদক বেগম রহিমুন নেসা, কর্ম পরিষদ সদস্য ফৌজিয়া রহমান শিউলি, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহসাধারণ সম্পাদক মু. আক্কাস আলী, মু.নজরুল ইসলাম মারুফ ও মু.ইকবাল হোসাইন প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: