Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeরাজনীতিসৎ নেতৃত্ব ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় ---------মাওলানা তাজুল ইসলাম হাসান।

সৎ নেতৃত্ব ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় ———মাওলানা তাজুল ইসলাম হাসান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, যাদের মধ্যে সততা ও আমানতদারিতা নেই তাদের কাছে শ্রমিকদের মর্যাদার কোন মূল্য নেই। খেটে খাওয়া মেহনতি মানুষেরা আজ অধিকার বঞ্চিত। শাসনের নামে শ্রমিকদের বিভিন্নভাবে শোষণ করা হচ্ছে। সৎ নেতৃত্ব ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। যাবতীয় শোষণ বঞ্চনা থেকে মুক্তির জন্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
রবিবার (৩১ আগস্ট) নগরীর বারুতখানাস্থ একটি পার্টি সেন্টারের হলরুমে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা মো. আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সহুল আহমদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মনজুরে মাওলা, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুস শহিদ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সেলিম আহমদ, মহানগর শ্রমিক মজলিসের সহ সাধারণ সম্পাদক গুলজার হোসেন দোলন, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রায়হান আহমদ, শ্রমিক মজলিস সিলেট সদর উপজেলা সভাপতি ডাঃ এনামুল হক, যুব মজলিস সদর উপজেলা সহ সভাপতি মাওলানা মোস্তাক আহমদ জালালাবাদী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুল মুক্তাদির, জাকারিয়া জামান চৌধুরী, রুহুল আমিন শিকদার, আব্দুল আহাদ নোমান, আছকির আলী, ফরিদ উদ্দিন, মাওলানা আলিম উদ্দিন, সালিক আল মামুন, আক্তার হোসেন, আবিদ আহমদ, সৌরভ মিয়া প্রমুখ। এছাড়াও কর্মী সমাবেশে সিলেট মহানগর শ্রমিক মজলিসের সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: