
চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা নিয়ে বিশ্বে আলোচনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ জোট যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নয়। তিনি দাবি করেছেন, চীনকে “আমাদের যতটা প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি যুক্তরাষ্ট্রকে প্রয়োজন তাদের”।
বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, চীন-রাশিয়া ও তাদের মিত্রদের ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাষ্ট্রের জন্য কোনো বৈশ্বিক চ্যালেঞ্জ নয় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের “ভালো সম্পর্ক” রয়েছে এবং চীনকে “আমাদের যতটা প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি যুক্তরাষ্ট্রকে প্রয়োজন তাদের”।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো যখন বুধবার বেইজিংয়ে “ভিক্টরি ডে” সামরিক কুচকাওয়াজে বিশ্বনেতাদের স্বাগত জানাতে যাচ্ছেন শি জিনপিং। এই প্রদর্শনীতে চীনের সামরিক শক্তিই হবে মূল আকর্ষণ। সেখানে যোগ দেবেন উত্তর কোরিয়ার কিম জং উন ও রাশিয়ার ভ্লাদিমির পুতিন। পর্যবেক্ষকদের মতে, পশ্চিমা দেশগুলোর অবজ্ঞার জবাব দিতেই সেখানে থাকবে তাদের উপস্থিতি।
ট্রাম্পের শুল্কনীতি বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে আলোড়ন তোলার পর থেকেই চীন যুক্তরাষ্ট্রের পাল্টা ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে। তবে ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের শিল্প ও স্বার্থ রক্ষায় তার আরোপিত শুল্ক অত্যন্ত জরুরি, এর জন্য কূটনৈতিক মূল্য দিতে হলেও তিনি প্রস্তুত।