Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeআইন আদালতডিমলায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস।

ডিমলায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ১০০০মিটার অবৈধ চায়না দুয়ারী (কারেন্ট) জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবীর এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ।

জানা যায়, গতকাল মঙ্গলবার (২সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঝুনাগাছ চাপানি ইউনিয়নে কেল্লাপাড়ার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে উপস্থিত কর্মকর্তারা জানান, মাছের প্রজনন মৌসুমে অবাধে ডিমসহ মাছ ধরা ও অবৈধ জাল ব্যবহার করে পোনাসহ মাছ ধরে একদিকে যেমন মৎস্যসম্পদ ধ্বংস করে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংকট সৃষ্টি করে। তাই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় জনগণ ও জেলেদের সচেতন করতে চলমান অভিযানের পাশাপাশি প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ এবং সভা-সেমিনারের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা মামুনুর রশিদ। উল্লেখ্য, সরকার কর্তৃক নির্ধারিত সময়ে মাছ ধরা নিষিদ্ধ এবং এ সময় আইন অমান্য করলে জেল ও জরিমানার বিধান রয়েছে। মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান আরও জোরদার করা হবে বলে জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: