Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeআইন আদালতমোবাইলে জুয়ার অ্যাপ থাকলে বিপদে পড়তে পারেন ডিমলা থানা ওসির সতর্কবার্তা।

মোবাইলে জুয়ার অ্যাপ থাকলে বিপদে পড়তে পারেন ডিমলা থানা ওসির সতর্কবার্তা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী মোবাইল ফোনে বা অনলাইনে কোনো ধরনের জুয়া খেলার আ্যাপস বা ডিভাইস ব্যবহার, তৈরি,ডাউনলোড পরিচালনা বা উৎসাহ প্রদানকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন নীলফামারীর ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী।

শুক্রবার ৫ সেপ্টেম্বর ডিমলা থানার ওসির ফেসবুক আইডিতে দেয়া এক বিবৃতিতে তিনি অবগত করেন যে, মোবাইলে জুয়ার অ্যাপ থাকলে যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন। মোবাইল থেকে জুয়ার অ্যাপ আউট করুন এবং নিরাপদ থাকুন। যেকোনো ধরনের জুয়া ও মাদক থেকে বিরত থাকুন। সুস্থ, সুন্দর ও পরিষ্কার জীবন যাপনে অভ্যস্ত হোন। এবং তিনি আরও জানান, কারো মোবাইল ফোনে জুয়া খেলার আ্যাপস পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে এবং শাস্তি দেয়ার জন্য এটা যথেষ্ট প্রমাণ হিসেবে বিবেচিত হবে। ওসি আরো জানান, নতুন আইন অনুযায়ী এ ধরনের অপরাধে কারাদণ্ড এবং অনধিক অর্থদণ্ড হতে পারে।

তিনি আরো বলেন, খুব শীঘ্রই এইসব স্মার্ট জুয়ারুদের মুখোমুখি হবো আমরা। তাই সবাইকে আগাম সতর্ক করছি এবং অপরাধ দমনে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিমলা থানার ওসির এমন সতর্কবার্তার প্রশংসা করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: