Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈলে আল-হিকমাহ্ স্কুলে হিফজুল কুরআন শিক্ষা শাখার উদ্বোধন।

রাণীশংকৈলে আল-হিকমাহ্ স্কুলে হিফজুল কুরআন শিক্ষা শাখার উদ্বোধন।

সুজন আলী,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের অদূরে ফায়ার সার্ভিস স্টেশন রোড সংলগ্ন দক্ষিণ সন্ধ্যারই এলাকায় অবস্থিত সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুল এর শাখা আল-হিকমাহ্ হিফজুল কুরআন শিক্ষা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান (মাষ্টার), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, সাবেক চেয়ারম্যান ও নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, পৌর জামায়াতের আমির আব্দুল মাতিন বিশ্বাস, দি সান রাইজ কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল, ভাংবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সাধারণ সম্পাদক ও কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, বনগাঁও দাখিল মাদরাসা সিনিয়র মাওলানা মতিউর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা সেক্রেটারী মো. জিয়াউর রহমান প্রমূখ। এছাড়াও প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, কুরআন শিক্ষা মানুষের জীবন গঠনে অপরিহার্য এবং আল-হিকমাহ্ হিফজুল কুরআন শিক্ষা শাখা প্রতিষ্ঠা আগামী প্রজন্মকে নৈতিকতার আলোয় আলোকিত করবে।

উল্লেখ্য, আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয়ে আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুল ইতিমধ্যেই এলাকায় সুনাম অর্জন করেছে। নতুনভাবে চালু হওয়া হিফজুল কুরআন শিক্ষা শাখা এ অঞ্চলে কুরআন শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিভাবকরা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: