Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeখেলাডিমলায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

ডিমলায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী মিনি স্টেডিয়ামে যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ফুটবল খেলার টুর্নামেন্টটি উদ্বোধন করেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী, এবং খগা খড়িবাড়ি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথন ও সমাজের গন্যমান্যব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রবিবার ৭ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচটি মুখোমুখি হয় রংপুর কারমাইকেল কলেজ দল বনাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা ফুটবল খেলার দল।

নবীন-প্রবীণ সমর্থকদের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ খেলাটি দুই দলই প্রথম থেকে শেষ পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও নির্ধারিত সময়ে কোনো গোলের দেখা মেলেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। নাটকীয় সেই টাইব্রেকারে কারমাইকেল কলেজ ৩-২ গোলে জয় ছিনিয়ে নেয়। খেলায় দুই দলের গোলরক্ষক অসাধারণ দক্ষতা প্রদর্শন করলেও শেষ পর্যন্ত জয়ী হয় রংপুর কারমাইকেল কলেজ। উদ্বোধনী দিনে খেলার মাঠে উপস্থিত দর্শক দর্শকদের ও খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে ।

এ বিষয়ে এলাকার সচেতন নাগরিকগণ বলেন, টুর্নামেন্টের মূল উদ্দেশ্য যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা ও প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন বিনোদন মূলক খেলার আয়োজন করলে যুব সমাজ তাদের মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত না হয়ে খেলার মধ্যে দিয়ে তাদের জীবনে আনন্দ ময় সময় পার করবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: