Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeরাজনীতিসিলেট মহানগর মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

সিলেট মহানগর মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

নারী অধিকার এবং জনগণের ন্যায্য দাবির পক্ষে
সংগ্রাম করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল
—————–রেজাউল হাসান কয়েস লোদী।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারী জাগরণের অগ্রণী সংগঠন। এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র, ভোটাধিকার, নারী অধিকার এবং জনগণের ন্যায্য দাবির পক্ষে সংগ্রাম করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ও বিএনপির নেতৃত্বে এই সংগঠন দেশের গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে।
তিনি আরো বলেন, নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় মহিলা দল সব সময় অঙ্গীকারবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা আশা করি, দেশের প্রতিটি নারীকে সংগঠিত করে জাতীয় মুক্তির সংগ্রামে মহিলা দল আরও শক্তিশালী ও গতিশীল ভূমিকা রাখবে। তিনি মহিলা দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অংশগ্রহণের আহবান জানান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে সিলেট মহানগর মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজীর উপস্থাপনায় এবং মহিলা নেত্রী পারভীন ও হালিমার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি আছমা আলম, সাফিয়া খানম মনি সাংগঠনিক সম্পাদক শিরিণ বেগম।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট মহিলা দলের নেত্রী হলিমা বেগম। আলোচনা সভায় ১, ২, ৩, ৬, ১৬, ১৭ ও ২৩নং ওয়ার্ড মহিলা দলের সর্বস্তরের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সিলেট মহানগর মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার মধ্য দিয়ে সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: