Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeআইন আদালতডিমলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

ডিমলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় সামাজিক ব্যাধি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

(১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার) ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ছাতনাই উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল মাঠে
সামাজিক ব্যাধি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা- মূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান, আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ ছাতনাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এবং এলাকার সচেতন নাগরিকগণ।

আরও জানা যায়, পর্যায়ক্রমে ডিমলা উপজেলার ১০ টি ইউনিয়নের অন্যান্য স্কুল এবং কলেজে পর্যায়ক্রমে এ বাল্য বিবাহ সভার আয়োজন করা হবে। এ বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, বাল্য বিবাহ বা শিশু বিবাহ বন্ধ করা সম্ভব হলে জনসংখ্যা, মাতৃ ও শিশু মৃত্যু এবং বিকলাঙ্গ ও অপুষ্ট শিশুর জন্মহার কমানো সম্ভব হবে, সচেতনের পাশাপাশি সমাজের সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে, আর কোন পরিবার যদি বাল্য বিবাহ করাতে চাইলে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: